Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০১৭

রাজশাহীর পবায় আই এফ এম সি কৃষক মাঠ স্কুলের দিবস


প্রকাশন তারিখ : 2017-11-19

রাজশাহী জেলার পবা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস তেঘর গ্রামে অনুষ্ঠিত হয়। পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো. মনজুরে মাওলার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়-৫৪ (রাজশাহী-৩) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দীন ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ পবা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, সম্পাদক মো. ওয়াজেদ আলী, বাংলাদেশ ছাত্রলীগ নওহাটা পৌরসভা শাখার সভাপতি মো. আমিরুজ্জামান ও সম্পাদক মো. মেহেদী হাসান ।  
     
মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পবা উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, ৬ মাস ধরে সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুলটি ৫০জন কৃষক-কৃষানী নিয়ে ২ জন এফ টি প্রশিক্ষক পরিচালনা করেছে তারই আজ মাঠ দিবস। মাঠ দিবসের কার্যক্রম কৃষক কৃষাণীরা নিজে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন অত্র কৃষক মাঠ স্কুলটি শুরুর আগে কৃষক-কৃষাণীগণ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কিছুই জানতেন না। মাঠ স্কুলে বসতবাড়িতে সবজি চাষ, উন্নত পদ্ধতিতে হাঁস মুরগী পালন, উন্নত পদ্ধতিতে গাভী পালন, গরু মোটা তাজা করণ, ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপণা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা অনেক কিছু  জানতে ও শিখতে পেরেছেন। ফলে আজ তারা স্বাবলম্বী । তিনি প্রশিক্ষনলব্ধ জ্ঞান প্রতিবেশী কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন ।

 

প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং কৃষিতে ভর্তূকী প্রদান  করছে। কৃষক মাঠ স্কুলটি ২৫জন পরিবারের মোট ৫০জন কৃষক-কিষানী ৬ মাস ব্যাপি প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষকগণ ৫০জন কৃষক-কিষানীকে মাছ চাষ, ছাগল পালন, হাঁস মুরগি পালন, ধান উৎপাদনের বিভিন্ন কলা কৌশল ও বালাই ব্যবস্থাপনা হাতে কলমে শিখিয়ে দেন। আজ মাঠ দিবসে ৬টি বুথ ১. আইএফএম, ২. মাছ চাষ, ৩. হাঁস মুরগি পালন, ৪. বসতবাড়ী বাগান, ৫. কৃষক সংগঠন ও সামাজিক বিষয়াবলী, ৬. ছাগল/গরু পালন। এই বুথগুলি পরিদর্শন করে আমন্ত্রিত কৃষক-কৃষানীদের কিছুটা ধ্যান ধারনা দেওয়া হয়েছে। আশাকরি কৃষক-কিষানীগন এই ধ্যান ধারনা বাস্তব জীবনে কাজে লাগিয়ে উপকৃত হবেন। তিনি ৫০ জন প্রশিক্ষার্থীকে কম পক্ষে ৫ জন করে এলাকার কৃষন/কৃষানীকে এই প্রশিক্ষণের ধ্যান ধারণা প্রদান করার উদাত্ত আহ্বান জানান। পরিশেষে তিনি কৃষক মাঠ স্কুলের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে তিনি এ ধরণের কৃষক মাঠ স্কুল গঠন করে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষিত করে  গড়ে তোলার এবং নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করার সূযোগ দানের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানান।
 
সভাপতি মহোদয় মাঠ দিবসে বলেন, অত্র কৃষক মাঠ স্কুলের ৫০ জন কৃষক-কিষানী ৬ মাস ব্যাপি যে প্রশিক্ষণ গ্রহন করেছেন তা যেন আশে পাশের কৃষক-কৃষানীদের শিখিয়ে দিবেন তবেই এই মাঠ দিবসের সার্থকতা হবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে কার্যক্রমের সমাপ্ত ঘোষনা করেন।

 

মাঠ দিবস উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মো. রবিউল ইসলাম, মো. মজিবুর রহমান ও মো. তৈয়ব আলী, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর এআইসিও মো. শফিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতিনিধি/সাংবাদিক এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে প্রায় ৫০০জন মাঠ দিবস উপস্থিত ছিলেন ।